আজ রবিবার ভোর ৫:২০, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কাজ শেষে বাড়ি ফেরা হলো না জাহিদুলের

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৮, ২০২৫ , ১১:১৬ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

রাজবাড়ীর সদর উপজেলার কাজ শেষে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহিদুল সরদার (৩৫) নামে এক শ্রমিক। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল উপজেলার খানখানাপুর গাজীপাড়ার মো. রুস্তম সরদারের ছেলে। তিনি গোয়ালন্দ উপজেলার মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন জাহিদুল। তিনি খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুত্বর আহত হন জাহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, ‘সাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে জাহিদুল মারা গেছে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনও আহত হয়েছেন। দুর্ঘটনার পর তারা মোটরসাইকেল ঘুরিয়ে ফরিদপুরের দিকে চলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’