আজ শনিবার সকাল ৮:২৬, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি
অসহায় এক মা সাবজান খাতুন। বয়স ৮০ বছর। এই বয়সে এসে তালাবদ্ধ ছাগলের ঘরে দিন কাটছে তার। আদরের সন্তান, যে সন্তানকে একদিন কোলে পিঠে করে বড় করে তুলেছেন সেই সন্তান তাকে ছাগলের ঘরে রেখেছেন। কারণ নিজ ঘরে বৃদ্ধা মাকে রাখার জায়গা হয় না। ঘরে ছেলে আবুল কালাম পরিবার নিয়ে থাকে।
বৃদ্ধা সাবজান খাতুন নগরকান্দা উপজেলার শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মৃত হামিদ শেখের স্ত্রী।
স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায়, বৃদ্ধা সাবজান খাতুনের পুত্রবধূ ও সন্তান বিভিন্ন সময় নানারকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। তাকে ঠিকমতো সেবা না করে সব সময় বাড়ির একটি ছাগলের ঘরে তালাবদ্ধ করে রাখে। বৃদ্ধা মাকে ঠিকমতো খেতেও দেওয়া হয় না। চোখে কম দেখা এই বৃদ্ধার অনাহারে অর্ধাহারে দিন কাটছে।
বৃদ্ধা মাকে ছাগলের ঘরের মধ্যে কেন তালাবদ্ধ করে রাখা হয়েছে জানতে চাইলে তার ছেলে আবুল কালাম বলেন, আমার মাকে আমি যা ইচ্ছা করব; তাতে কার কী?
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, ঘটনাস্থলে আমি নিজে গিয়ে দেখব এবং অসহায় বৃদ্ধাকে সহযোগিতার জন্য যা যা করা দরকার আমি তাই করব। এছাড়া তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।