আজ শনিবার রাত ৩:০৭, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সিরাজগঞ্জে ডাকাতির শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর রাজশাহী কয়েকজন নেতা। অস্ত্রের মুখে তাদের কাছ পৌনে এক লাখ টাকা, মোবাইল লুট নেয় ডাকাতরা। রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াত নেতা ড. মো. ওবায়দুল্লাহ।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা। তাদের যানটি ঝাঔল এলাকায় পৌঁছালে ডাকাত দল ঢিল ছুঁড়ে। এ সময় শব্দ শুনে মাইক্রোবাসের চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করায়। মুহূর্তেই ৭ থেকে ৮ জনের ডাকাতের দল দেশীয় অস্ত্র নিয়ে যানটির যাত্রীদের ওপর হামলা চালায়। মাইক্রোবাসের সবাইকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল লুট করে নিয়ে যায়।
ওই যানটিতে থাকা জামায়াত নেতারা হলেন, ড. ওবায়দুল্লাহ, ফারুক মোহাম্মদ ইসমাইল আলম, গোলাম মোস্তফা, আব্দুল আজিজ ও শওকত আলী।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম বলেন, ‘ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।’