আজ শনিবার রাত ৩:০৭, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে ক্ষতিকর রঙে তৈরি হচ্ছে সেমাই!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১২, ২০২৫ , ১১:৩০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে লক্ষ্মীপুরের সদর উপজেলায় খাদ্য নিরাপত্তা অভিযান চালানো হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ সেমাই মজুদ এবং ক্ষতিকর রঙ ব্যবহারের অভিযোগে আব্দুল্লাহ বিস্কুট হাউজের মালিক বাবুল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয় এবং জনসমক্ষে ক্ষতিকর রঙ ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ বাজার, জকসিন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে প্রশাসন মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ক্রয় রসিদ সংরক্ষণ না করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ। এছাড়া, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর মুহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।