আজ বুধবার সকাল ৬:৫৮, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন জামালপুর সদর থানার রামনগর সোনিয়াটেকি এলাকার চানমিয়ার ছেলে সিএনজিচালক ওবায়দুল (৪০)।
বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কালিয়াকৈর থেকে ইটভর্তি একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি নামাশুলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।