আজ রবিবার সকাল ১০:১৫, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

প্রাইভেটকার ভর্তি মদের বোতল, পুলিশ দেখে গাড়ি লক করে পালালো ড্রাইভার

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৫, ২০২৫ , ১২:১০ অপরাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

ময়মনসিংহের ধোবাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মদসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সাদা টয়োটা প্রিমিও প্রাইভেটকারে করে চোরাকারবারীরা ভারতীয় চোরাই মদ পরিবহন করছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গলইভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটি লক করে ড্রাইভার ও সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ মেস্ত্রির সাহায্যে গাড়ির লক খুলে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ১৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর বাজারমূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যারা এ কাজে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এই অভিযানে ব্যবহৃত ২৮ লাখ টাকা মূল্যের প্রাইভেটকারটিও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বলছে, চোরাই মদ পরিবহনের এই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয়রা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।