আজ রবিবার সকাল ১০:১৯, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি
পিরোজপুরের কাউখালী উপজেলায় পটকা মাছ খাওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই পরিবারের চারজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বুধবার রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি মো. সুলাইমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত শিশুটির নাম ফাতেমা আক্তার (৫)। সে গ্রামের হানিফ সরদারের মেয়ের দিকের নাতনি। এ ঘটনায় আহতরা হলেন শিশুটির মা সাবিনা আক্তার (২০), খালা সীমা (১৮), সুমনা (১৩) এবং নানি আকলিমা আক্তার (৫৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, তিনি নদী থেকে অন্যান্য মাছের সঙ্গে পটকা মাছও ধরে এনেছিলেন। রাতে রান্না করা পটকা মাছ খাওয়ার পর তার স্ত্রী, তিন মেয়ে এবং নাতনি অসুস্থ হয়ে পড়েন। তাদের পেটে ব্যথা, বমি এবং খিঁচুনি শুরু হয়। পরে তিনি তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, রাত ২টার দিকে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। স্বজনরা জানান, তারা রাতে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান চিকিৎসক সুব্রত কর্মকার।