আজ শুক্রবার রাত ১০:২৫, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক জেলের জালে ধরা পড়লো ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার তিতাস নদী থেকে এই মাছটি ধরেন জেলে বীরোন্দ্র দাশসহ অন্য জেলেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের জেলে বীরোন্দ্র দাশসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও তিতাস নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তারা তিতাস নদীতে মাছ ধরেন।
দুপুর ২টার দিকে তার জালে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় ব্যবসায়ী সুনীল ব্যাপারীর কাছে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করেন।
স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মণ জানান, দুপুরে তিতাস নদীতে বীরোন্দ্র দাশের জালে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়ে। পরে মাছটি তিনি বাড়িতে নিয়ে আসেন। বৃহৎ আকারের বিগহেড মাছটি আসার খবরে তার বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে স্থানীয় ব্যবসায়ীর কাছে তিনি ৪৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন।
জেলে বীরোন্দ্র দাশ বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ২৬ কেজি। ৪৫০ টাকা কেজি দরে এটি স্থানীয় ব্যাপারীর কাছে ১১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছি। তিনি মাছটি ভৈরব বাজারে নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। তিতাস নদীতে এত বড় মাছ কম ওঠে। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে উঠেছে।