আজ সোমবার রাত ১:৫৩, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
আওয়ামী লীগ সরকারের বিদ্বেষে নিবন্ধন হারানো দল জামায়াত ৫ আগস্টের পর ফিরে পায় তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। দলীয় কার্যক্রম বেগবান করার পাশাপাশি দলটি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি।
আগামী জাতীয় সংসদ (ত্রয়োদশ) নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও ইতোমধ্যে সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণা করছে জামায়াতে ইসলামী। সিলেট বিভাগের ১৯ আসনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলের নবীন-প্রবীন নেতাদের নাম।
বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে অঞ্চল বৈঠক থেকে নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।
দলীয় সূত্র জানায়- দুই বছর আগে সারা দেশে ১৫৩ প্রার্থীর নাম চূড়ান্ত করে জামায়াত। প্রার্থীদের নাম কেন্দ্র অনুমোদনের পর অঞ্চল থেকে ঘোষণা করা হয় বৃহস্পতিবার।
সিলেট বিভাগের ১৯ আসনের প্রার্থীরা হলেন-
সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ আনোয়ার হোসেন খান।
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনির।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সিলেট জজ কোর্টের এপিপি ইয়াছিন খান।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) আসনে সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ শামস উদ্দীন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনে জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।
মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) আসনে সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আব্দুল মান্নান।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব।
হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান আলী।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট জিল্লুর রহমান আযমী।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।
এদিকে, দলের ঘোষণার আগেই জামায়াতের এসব প্রার্থী সিলেটজুড়ে চালিয়ে যাচ্ছেন ‘অনানুষ্ঠানিক’ নির্বাচনি প্রচারণা। ওয়াজ মাহফিলসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। যাচ্ছেন তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সকল কর্মসূচিতে।