আজ শনিবার ভোর ৫:৪৯, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘী কলোনির বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় দুইজন মারা গেছেন বলে জানা গেছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বলুয়ারদিঘীর পশ্চিমপাড়স্থ জাফর সওদাগর কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
তাৎক্ষণিকভাবে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ বিদ্যুতের ওয়ারিং থেকে আগুন লাগে। এ সময় সেমিপাকা ঘরে পাঁচজন আটকা পড়লে তাদের এলাকাবাসীর উদ্ধা করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।