আজ সোমবার ভোর ৫:২৩, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৫ , ১১:০৮ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

নোয়াখালীর সদর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আবুল কালাম (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহত আবুল কালামকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চরমটুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ গ্রামের এলাচ মিয়ার ছেলে।

নিহতদের মধ্যে আসমা আক্তার (৫) আবুল কালামের মেয়ে। অন্যজন আরাফাত হোসেন (৬) আবুল কালামের শ্যালক সাদ্দাম হোসেনের ছেলে। নিহত দুজনই স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. সাইফুল ইসলাম জাবের  জানান, সকালে দুই শিশুকে বাইসাইকেলে স্কুলে নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৭১১৭) সাইকেলে ধাক্কা দিলে তিনজন নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই শিশু ঘটনাস্থলে মারা যায় এবং আবুল কালাম গুরুতর আহত হন।

সুধারাম মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক রিকু বড়ুয়া জাগো নিউজকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।