আজ সোমবার ভোর ৫:৩৬, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ডেভিল হান্টের অভিযানে ৯ আ.লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৫ , ১০:৪৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযানে ফরিদপুরে আওয়ামী লীগের ৯ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

 

গ্রেফতারকৃতদের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- ভাঙ্গা উপজেলার পল্লীবেড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী মাহবুবুর রহমান (৩১), একই উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব ভুঁইয়া (৬৪), ভাঙ্গা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম (৫০), নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরান মাতুব্বর (৩০), একই উপজেলার লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (৪০), আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল মেম্বার (৫৮), একই উপজেলার বারাংকুলা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী শেখ সেলিম (৪৫), মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা শাকির আহম্মেদ টোকন (৫৮), কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামারখালী গ্রামের বাসিন্দা মো. তারেক ওরফে শান্ত (৪৫)।

বিষয়টি ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান ও আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।