আজ সোমবার ভোর ৫:২২, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২৫ , ৮:২১ অপরাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনার জেরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজনরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধরা। এর আগে বিকাল পৌনে ৪টায় ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক এলাকায় আব্দুল্লাহ আল মামুনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ তুলেছে তার পরিবার।

নিহত আব্দুল্লাহ আল মামুন উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বিপিএলে সিলেটের (নেট) ফাস্ট বোলার ছিলেন।

তার পরিবারের দাবি, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ আল মামুনকে ওই এলাকায় দেখা যায়। এরপর পরই একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পথে তার মৃত্যু হয়।

এদিকে তার মরদেহ নিয়ে বিক্ষুব্ধরা ঢাকা—রংপুর মহাসড়ক অবরোধ করে ধাপেরহাটে অবস্থান নেয়। এতে ঢাকা—রংপুর মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

নিহতের বাবা আব্দুল মান্নান মন্ডল জানান, গত কয়েক বছর থেকে রাজনীতিতে আব্দুল্লাহ আল—মামুন সক্রিয় ছিলেন না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। এই হত্যার বিচার দাবি করেন তিনি।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে। এছাড়া পুলিশ দুবৃর্ত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান চালাচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।