আজ সোমবার ভোর ৫:১৯, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

আগে বিচার, তারপর নির্বাচন: জেলা জামায়াতের আমির

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৫ , ৯:১৪ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমির এসএম আবদুস সালাম আজাদ বলেছেন, আগে বিচার, তারপর নির্বাচন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের চৌ-রাস্তার মোড়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যাদের নেত্রীর বাড়ির সামনে থেকে একটি বালির গাড়ি হঠানোর সাহস ছিল না। তারা জামায়াত ইসলামী নিয়ে কথা বলে, লজ্জা থাকা উচিত। আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কথা বললে জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না।

বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমির এসএম আবদুস সালাম আজাদ আরও বলেন, জামায়াতের ইসলামীর কোনো নেতাকর্মীর চাঁদাবাজী টেন্ডারবাজী করেছে, প্রমাণ নেই। দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে চোর বাটপার নয় এমন ব্যক্তিদের মেম্বার চেয়ারম্যান করতে হবে। রাজনীতিকে যারা পেশা হিসেবে গ্রহণ করেছে তারা কখনও জাতির জন্য কল্যাণকর নয়। বিগত সময়েও ভাগবাটোয়ারা করেছেন ৫ আগস্টের পরও কোন নেতা কত টাকা নিয়েছেন সেই হিসেবও আমাদের আছে। আমরা আশাবাদী জবাবদিহিতামূলক সুন্দর রাষ্ট্র তৈরি করতে জনগণ আর ভুল করবে না।

দীর্ঘ ১৭ বছর পরে আলীকদম উপজেলায় জামায়াতে ইসলামীর কোনো কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ স্থল অনুষ্ঠান শুরুর আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে।

জামায়াতে ইসলামী নয়াপাড়া ইউনিয়নের সভাপতি মুরাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় শুরা সদস্য ও বান্দরবান জামায়াতে ইসলামী আমীর এস এম আবদুস সালাম আজাদ ও প্রধান বক্তা হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বান্দরবান জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমেদ, বান্দরবান আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক হামেদ হাসান, উপজেলা জামায়াত ইসলামির আমির মাশুক এলাহী, লামা জামায়াতে ইসলামীর আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাদেক মিয়া, আলীকদম উন্নয়ন ফোরামের সভাপতি চৌধুরী ইউনুস আহমেদ সোহান, আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুল হক প্রমুখ।