আজ মঙ্গলবার রাত ২:২৪, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জবির ভর্তি পরীক্ষা অংশ নিলেন পঞ্চাশোর্ধ তাওহিদুর

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৫ , ১২:১৭ অপরাহ্ণ
ক্যাটাগরি : শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পঞ্চাশোর্ধ এক পরীক্ষার্থী। তার নাম মো. তাওহিদুর রহমান তাকু। তিনি নওগাঁ থেকে এসেছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের চতুর্থ তলার মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর কক্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি।

পরীক্ষা শুরুর আগে তাওহিদুর রহমান তাকু সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার তীব্র বাসনা নিয়েই একের পর এক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যাচ্ছি। আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো।

কেন এই বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা, এমন প্রশ্নে তিনি বলেন, আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি। তারপর দীর্ঘদিন অসুস্থতার মধ্যেই কাটাতে হয়েছে আমাকে। এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। ২০১৪/১৫ সাল নাগাদ মোটামুটি সুস্থ হলে আমি আমার পড়াশোনা চালিয়ে যাই। সুস্থ হওয়ার পর আমি ২০১৬ সালে পরীক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু পরে আর দিতে পারিনি। পরে ২০১৯ সালে থেকে আবার পড়াশোনা শুরু করি। ভর্তি পরীক্ষার কাগজগুলো আমি নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে তুলেছি এবং পরীক্ষায় অংশগ্রহণ করছি।

মো. তাওহিদুর রহমান জানান, তিনি এনায়েতপুর দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়ার পর এবার গইরা তেঁতুলদিয়া মাদরাসা, নঁওগা থেকে আলিম পাস করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আজ কলা অনুষদে এ রকমের একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আমি শুনেছি। তিনি গতকালও পরীক্ষা দিয়েছেন। তার এ চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কোনো অনিয়মের আশ্রয় নিয়েছেন নাকি তা আমরা খতিয়ে দেখবো।