আজ রবিবার বিকাল ৫:৩৯, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জের সাইনবোর্ড সংলগ্ন মহিলা মাদ্রাসা রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের দুইজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের বাড়ি আল-আমিন রোড এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ সকালে রাস্তা পার হওয়ার সময় একটি ছোট পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন । তাদের সঙ্গে থাকা ছোট মেয়েটি গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়
স্থানীয়রা জানান, ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।