আজ রবিবার ভোর ৫:১৫, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানের আরো এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন তারই এক স্বজন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদরাসা এলাকার ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পাঁচজন শ্রমিক মারা যান।
মারা যাওয়া শ্রমিকরা হলেন- ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।