আজ বুধবার রাত ৯:৫৭, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
জাতীয় পতাকা মাথায় বেঁধে হেঁটেই দেশের ৬৪ জেলা ভ্রমণ শুরু করা দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন ও হাফেজ সায়েম উদ্দিন এখন নাটোরে। ইতোমধ্যে ২৩ জেলা ভ্রমণ শেষে সোমবার নাটোরে অবস্থান করছেন তারা।
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহর বাণী ‘তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে।’
এই বাণী নিয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার (দক্ষিণ বাঁশবাড়ী) আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের দুই ছেলে হাফেজ সিয়াম আর সায়েম গত ২৬ জানুয়ারি দেশজুড়ে এ ভ্রমণ শুরু করেন।
ভ্রমণকারী হাফেজ সিয়াম উদ্দিন বলেন, দেশের ৬৪টি জেলা হেঁটে ঘুরবেন দুই ভাই। ২১ দিনে ২৩তম জেলা সিরাজগঞ্জ সফর শেষে নাটোর এসেছেন। নাটোর শেষে রাজশাহীর পথে যাবেন।
সহোদর হাফেজ সায়েম উদ্দিন বলেন, হাঁটতে হাঁটতে শরীরের ভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। তারপরও তেমন কোনো সমস্যা মনে হচ্ছে না।
তিনি বলেন, সারা দিন হাঁটি আর মাঝে মধ্যে বিশ্রাম করি। ভারি কোনো খাবার খাই না। রাতে কোনো মসজিদে অবস্থান করি। সুস্থ থেকে ভ্রমণ শেষ করতে সবার কাছে তারা দুই ভাই দোয়া চেয়েছেন।