আজ সোমবার রাত ১:৫২, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
রাজধানীর উত্তরা এলাকায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক নারী ভুক্তভোগী তার ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভিক্টর পরিবহণ নামে একটি বাসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এক নারীর ফেসবুক পোস্টে, সকাল ৮টার দিকে তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে রিকশায় যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তার কথা চিন্তা করে পাবলিক বাস বেছে নেন। কিন্তু বাসে ওঠার মাত্র দুই মিনিট পরই পরিস্থিতি বদলে যায়।
তিনি লিখেন, বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ার পর আরও ৫-৬ জন যুবক সাধারণ যাত্রীর মতো বাসে উঠে পড়ে। এরপর হঠাৎ তারা ছুরি বের করে চিৎকার করে বলে, ‘সবাই চুপ, যা আছে বের করে দে।’ মুহূর্তের মধ্যেই তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ওয়ালেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরিকাঘাতও করে। মাত্র দুই মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা তাদের কাজ সেরে দ্রুত বাস থেকে নেমে যায়।
এ ঘটনার পর যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। অনেকে হতবাক হয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই নারী বলেন, বাসটি হাউজ বিল্ডিং থেকে আজমপুর বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই ছিনতাইকারীরা বেশ কয়েকজনের মোবাইল, ওয়ালেট ও ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত মেনে পড়ে। তাদের মধ্যে তিন জনের কাছে ছুরি ছিল।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম আহমেদ বলেন, এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি এবং তদন্ত শুরু করেছি।
উত্তরায় দিনের বেলায় এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ যাত্রীরা উদ্বিগ্ন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।