আজ বুধবার ভোর ৫:১৯, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাসিনার রাজনীতি ছিল লুটপাটের: হাসান সরকার

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২৫ , ১০:৪০ অপরাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য; আওয়ামী লীগের রাজনীতি ছিল লুটপাটের। ফ্যাস্টিট হাসিনা নিজে বলে ছিলেন তার পিয়ন জাহাঙ্গীর ৪০০ কোটি টাকার মালিক। পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হয় তাহলে হাসিনা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। এ লুটপাটের কারণেই হাসিনার সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে যেতে হয়েছে।

শুক্রবার বিকালে নগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর আপন বাজার এলাকায় ৩৮ নম্বর ওয়ার্ড তৃণমূল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহিদদের স্মরণে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও অসহায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান সরকার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, দখলবাজি, চাঁদাবাজি ও ঝুট ঝামেলায় জড়াবেন না। এসব থেকে বিরত থাকুন এটা দলের জন্য এক ধরনের বোঝা। দলের হাইকমান্ড যদি মনে করেন আপনি দলের জন্য বোঝা তাহলে ছিটকে পড়বেন। ইতোমধ্যে কয়েকটি নজির দেখেছেন।

৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান টিপুর সভাপতিত্বে গাছা থানা জাসাসের আহ্বায়ক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য মো. হারুন অর রশীদ খান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বিএনপি নেতা মো. মোশাররফ হোসেন, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী সরকার, যুবদল নেতা মো. আল আমিন, মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান, শ্রমিকদল নেতা মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল, স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব সরকার, জাসাস নেতা শরীফ খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ সব ভাষা শহিদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে ৩ শতাধিক অসহায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে হাসান সরকার আগামী নিবার্চনে উপস্থিত সব নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে নিজেকে প্রার্থী ঘোষণা দেন।