আজ বুধবার সকাল ৬:০৪, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঝিনাইদহে এক চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শশ্মান ঘাট এলাকার সেচখালের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের মৃত রাহাজ উদ্দিনের ছেলে চরমপন্থী নেতা হানিফ ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন। বাকি একজনের নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে অনেকগুলো গুলির শব্দ শুনতে পাই। সেসময় আমরা শঙ্কার মধ্যে থাকি। এর প্রায় ঘণ্টা দেড়েক পর পুলিশ আসে সেখানে। পরে আমরা বের হয়ে গিয়ে দেখি তিনজনের লাশ পড়ে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা তিনটি লাশ পেয়েছি। নিহতদের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে। দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি একজনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।