আজ রবিবার রাত ৯:৪৫, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের পর মাদরাসাছাত্র ইব্রাহিম মিয়ার (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাড়ির পাশের নিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। ইব্রাহিম মিয়া গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল।
এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শুক্রবার রাতই সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়ার বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের লিচু বাগানে লাশ পাওয়া যায়। তার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন ইব্রাহিম।