আজ রবিবার সকাল ৮:৩৩, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত কামাল মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, রাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এসময় গান বাজানোকে কেন্দ্র করে কামাল ব্যাপারীর প্রতিবেশী শামসুল, সাজত ও শাজাহান এসে কামালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা কামাল ব্যাপারীকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। সঙ্গে সঙ্গেই কামাল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সরল মুরমু আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।’