আজ রবিবার রাত ১০:১৭, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন যুবদলের এক নেতা, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানো এ ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।
জানা গেছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মাওনা ইউনিয়নের এমসি বাজারে শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে এ মিছিল হয়। মাথায় ও মুখে লাল গামছা পেঁচিয়ে, হাতে রামদা নিয়ে তিনি দলীয় কর্মীদের সঙ্গে মহড়া দেন এবং বাজারের খাজনা দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহড়ার সময় জাহাঙ্গীর আলম পিন্টু বলেন, “এই বাজার আমার নেতৃত্বে চলবে।” এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।