আজ সোমবার বিকাল ৩:০৩, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

আল্লাহ ও রাসূল (সাঃ) কে কটুক্তিকারীদের মৃত্যুদন্ডের দাবিতে প্রতিবাদ!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ৯:৫১ অপরাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

মাদারীপুর জেলার শিবচরে আল্লাহ ও রাসূল (সাঃ) কে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের গ্রেফতারের দাবি এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে হাজী শরীয়ত উল্লাহ (র:) সমাজ কল্যান পরিষদ ও শিবচর উপজেলার সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান পীরজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ হানজালা।

এই সময় হাজী শরীয়তউল্লাহ (রহ.) সমাজ কল্যান পরিসদের প্রধান উপদেষ্টা পীরজাদা মোহাম্মাদ ত্বহা,বাংলাদেশ মানবকল্যান পরিষদের চেয়ারম্যান মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী,মুফতি আব্দুর রহমান মাদারীপুরী,মুফতি তরিকুল ইসলাম কুতুবপুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ইসলাম বিদ্বেষী নব্য নাস্তিক্যবাদের উত্থান,আল্লাহ ও রাসূল (সাঃ) এর কটুক্তিকারীদের রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবি জানান এবং রাষ্ট্রীয় আইনে ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবি জানানো হয়।