আজ রবিবার রাত ৯:০৭, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

দেশীয় অস্ত্রসহ বোরকা পরা পুরুষ আটক

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ৮:৫৭ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

ঝিনাইদহ কালীগঞ্জের বারবাজার এলাকা থেকে বোরকা পরা দেশীয় অস্ত্রসহ জালাল উদ্দিন (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়ে একটি ধারালো ছুরি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

আটক জালাল উদ্দিন যশোর জেলার কোতোয়ালি থানার আন্দুলপোতা গ্রামের আ. রশিদের ছেলে। তিনি যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে কালো রঙের বোরকা পরে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিল। এ সময় তার চলাফেরায় সন্দেহ মনে হলে তাকে স্থানীয়রা আটক করে। পরে তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

কালীগঞ্জের বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাকারিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোরকাপরা অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।