আজ রবিবার সকাল ৮:২৯, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় ক্রীড়া সংস্থার কমিটিতে আ. লীগ নেতা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৫ , ৫:৩৯ অপরাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগের এক নেতাকে জাতীয় ক্রীড়া সংস্থার কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ইন্দুরকানী উপজেলার জাতীয় ক্রীড়া সংস্থার কমিটিতে সদস্যপদে স্থান পাওয়া ওই আ. লীগ নেতা উত্তম কুমার সাহা। তিনি উপজেলা আ. লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক।

জানা গেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সাত সদস্য বিশিষ্ট ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক এবং সদস্যসচিবের দায়িত্ব পান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর। গত বছরের ২৯ অক্টোবরে উত্তমের নাম রেখে কমিটিতে স্বাক্ষর করেন তারা।

উত্তম বলেন, ‘কমিটিতে রেফারি হিসেবে সদস্য রাখা হয়েছে শুনেছি। উপজেলা প্রশাসন আমাকে না জানিয়ে কমিটি গঠন করেছে।

আমি কখনো আ. লীগের প্রোগ্রাম করিনি।’
উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ বলেন, ইউএনও কারো সঙ্গে আলোচনা না করে জাতীয় ক্রীড়া সংস্থার কমিটিতে আ. লীগ নেতাকে সদস্য করে কমিটি অনুমোদন দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমার যোগদানের শুরুতে জাতীয় ক্রীড়া সংস্থার কমিটির অনুমোদন দেওয়া হয়। উত্তম আ. লীগের নেতা, আমার জানা ছিল না।

এ বিষয় খতিয়ে দেখব।’