আজ রবিবার রাত ১১:১১, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন গোপীনাথপুর ইউনিয়নের বড়াই গ্রাম থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি মো. রুবেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রুবেল নেত্রকোণার পূর্বধলা থানার গরুয়াকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, ২০১১ সালে আসামি রুবেল মিয়া ব্যবসায়িক কলহের জেরে রিপন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেন। তখন ভিকটিমের পিতা বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করলে রুবেলের বিরুদ্ধে মামলা হয়। মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ৩০ মার্চ নেত্রকোণার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। আসামি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি রুবেল মিয়া গত বছরের ৬ আগস্ট জেল থেকে পালিয়ে যান। এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। আসামি জেল পলাতক হয়ে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। এন্টি টেররিজম ইউনিটের চৌকস দল আসামির অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।