আজ মঙ্গলবার সকাল ৮:৩৪, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১, ২০২৫ , ১:০৭ অপরাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। শনিবার (১ মার্চ) দুপুরে কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ ব্যাটালিয়নের কার্যক্রম উদ্বোধন করা হবে।

একই দিনে ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুরে অবস্থিত বিজিবির ডগ স্কোয়াড কে-৯ ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারেও পতাকা উত্তোলন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী-এর উপস্থিতিতে ঢাকার স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও গাজীপুরের ডগ স্কোয়াড কে-৯ ইউনিটেও একই সময় পতাকা উত্তোলন করা হবে।

পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড কে-৯ ইউনিটের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন— রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম। বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।