আজ রবিবার ভোর ৫:১৬, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কুমিল্লার বুড়িচংয়ে বিয়ের বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলার সদরের লিটন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রহেলা মার্চ শনিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব
অসুস্থদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় হিন্দু বাড়ির লিটন চন্দ্র দাসের ছোট ভাই রিপন চন্দ্র দাসের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন হিন্দু-মুসলমানসহ ৫ শতাধিক লোক। তাদের মধ্যে দুপুরে খাবার খেয়ে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল থেকে তারা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।
খাবার খেয়ে অসুস্থ আব্দুল জলিলসহ কয়েকজন বলেন, দুপুরে বুড়িচং সদরে বিয়ে বাড়িতে বউ ভাত অনুষ্ঠানের খাবার খান তারা। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।
অতিরিক্ত বমি ও পেটে ব্যাথা, মাথা ব্যাথা, করলে তারা হাসপাতালে গিয়ে ভর্তি হন।
বিয়ে বাড়ির তিতাস সরকার বলেন, বউ ভাত অনুষ্ঠানের খাবার অনেক স্বাদ হয়েছে, অতিরিক্ত খাসির মাংস খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব কালের কণ্ঠকে বলেন, বৌভাত অনুষ্ঠানের খাবারে বিষক্রিয়া ছিল কিনা তদন্ত করার জন্য একটি টিম পাঠানো হয়েছে। এই পর্যন্ত অর্ধশতাধিক লোক অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু অসুস্থ লোক অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রোগীদের ভাষ্যমতে বৌভাত অনুষ্ঠানের খাবার খওয়ার পর অতিরিক্ত বমি ও পেটে ব্যাথা, মাথা ব্যাথা, ডায়রিয়া হয়েছে। কিছু লোক হাসপাতালে ভর্তি আছে। আর অন্যরা সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন।