আজ রবিবার ভোর ৫:১৪, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চকরিয়ার বিতর্কিত ওসিকে এবার চট্টগ্রাম রেঞ্জে বদলি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৩, ২০২৫ , ৮:৪৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

কক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে বদলির ২৪ ঘণ্টা পার না হতেই আরেক আদেশে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে। এর আগে তাকে চকরিয়া থানা থেকে বদলি করে কক্সবাজারের উখিয়া থানায় ওসি হিসেবে যোগদানের আদেশ দিয়েছিলেন চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি।

রবিবার (২ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন।

এর আগে শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন মনসুর আলম মুন্না নামের এক স্থানীয় সংবাদকর্মী।

সাংবাদিক মুন্না উপদেষ্টাকে অভিযোগ করে জানান, চকরিয়া থানার ওসি তাকে থানায় আটক করে নির্যাতন করেন। এমনকি চাঁদাবাজির মামলা দিয়ে তাকে (মুন্না) কারাগারে পাঠিয়ে দেন ওসি।

ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে ডিআইজির নির্দেশনায় শনিবার রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় সংযুক্তির আদেশ জারি করেন।

এদিকে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ শুনে যেখানে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন সেখানে ওসিকে উখিয়া থানার মত একটি গুরুত্বপূর্ণ থানায় নতুন করে পদায়নের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

ফলে ২৪ ঘণ্টা অতিবাহিত না হতেই দ্বিতীয়বারের মতো আরেক নির্দেশনায় চকরিয়া থানার ওসিকে থানা থেকে প্রত্যাহার পূর্বক রেঞ্জ ডিআইজির অফিসে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্)।

তিনি বলেন, চকরিয়া থানার ওসিকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন ডিআইজি স্যার।

এর আগে উখিয়া থানায় বদলি করা হয়েছিল।