আজ বুধবার রাত ৩:১৫, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
“চাচি গেলো, চাচা আসলো, তবুও আমাদের ভাগ্যের উন্নয়ন হলো না” – এমনই আক্ষেপের সুরে দীর্ঘদিনের বঞ্চনার কথা জানিয়েছেন এক বৃদ্ধ মহিলা।মঙ্গলবার (৪ মার্চ) সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এইভাবেই ক্ষোভ প্রকাশ করেন।
বৃদ্ধ মহিলা বলেন, কতো চাচা আইলো, কতো চাচি আইলো, কতো খালু আইলো – তা কেউ পাকা করে দিলো না। কতো বুড়ো হয়ে গেলাম। কাদা পানি কেউ সরাইলো না। তা কি করবো, এখন এসে ধুলোর মধ্যে গড়াতে হচ্ছে, এমনিই যাতি হচ্ছে।
বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন, বিভিন্ন সময়ে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। প্রতিবার নতুন সরকার আসে, নতুন নতুন আশার বাণী শোনায়। কিন্তু দিনশেষে তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না।