আজ শনিবার দুপুর ১:১৮, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৮, ২০২৫ , ১০:৩০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতের এ ঘটনায় পুড়ে গেছে ১০টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ক্ষতি নিরুপণ এখনো সম্ভব হয়নি।