আজ রবিবার রাত ১০:২৬, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনাম
◈ এই বাজার আমার নেতৃত্বে চলবে, রামদা হাতে যুবদল নেতা ◈ গণভবনে পাওয়া মেডিকেল রেকর্ডে হাসিনার শারীরিক অবস্থার যে গোপন তথ্য জানা গেল! ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা ওপরে রাখার অনুরোধ ◈ আহতদের দেখতে গিয়ে হাসিনা বলেছিলেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ ◈ বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ◈ এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি ◈ পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত! ◈ নুসরাতের জবানবন্দির ভিডিও ফাঁস, সাবেক ওসি মোয়াজ্জেমের মামলা প্রত্যাহারের আবেদন ◈ এবার ডেভিল হান্টে ধরা পড়লো চোর ও সাজাপ্রাপ্ত আসামি ◈ মানুষ খুন নিয়ে ধর্মে কী বলা আছে, সেই কাগজ পাওয়া গেছে হাসিনার রুমে!

মাত্র ৪৫ মিনিটেই শনাক্ত হবে ক্যান্সার, তাও প্রাথমিক পর্যায়েই!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ৭:৩০ অপরাহ্ণ
ক্যাটাগরি : স্বাস্থ্য

একটি নতুন পরীক্ষার মাধ্যমে মাত্র ৪৫ মিনিটের মধ্যে ক্যান্সার শনাক্ত করা সম্ভব, এমনকি এটি ক্যান্সারের প্রাথমিক পর্যায়েও কার্যকর। এই উন্নয়ন অনেক মানুষের জীবন বাঁচাতে পারে, কারণ এটি দ্রুত সনাক্তকরণ ও চিকিৎসার সুযোগ তৈরি করছে। বিশেষ করে, এই ধরনের ক্যান্সার সাধারণত নির্ণয় করা অত্যন্ত কঠিন।

ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষকরা “PAC-MANN” নামে একটি নতুন রক্ত পরীক্ষা তৈরি করেছেন, যা রক্তে প্রোটিয়েজ কার্যকলাপের পরিবর্তন বিশ্লেষণ করে। এটি প্রাথমিক পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যান্সার (প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা বা PDAC) ৮৫% নির্ভুলতায় শনাক্ত করতে পারে।

বর্তমান পরীক্ষাগুলোর মধ্যে CA 19-9 সবচেয়ে প্রচলিত, তবে এটি সাধারণত ক্যান্সার শনাক্ত করার চেয়ে রোগের অগ্রগতির পূর্বাভাস দিতে বেশি কার্যকর। কিন্তু PAC-MANN সম্পূর্ণ নতুন ও অতি সংবেদনশীল একটি পদ্ধতি, যা কেবলমাত্র অল্প পরিমাণ রক্ত ব্যবহার করেই দ্রুত ও স্বল্প ব্যয়ে নির্ণয় করতে পারে। এর ফলে, বিশেষ করে সুবিধাবঞ্চিত অঞ্চলে ক্যান্সার পরীক্ষার সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে।

বৈজ্ঞানিক গবেষণা পত্রিকা সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন-এ প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে, PAC-MANN শুধু ক্যান্সার শনাক্ত করতেই নয়, বরং চিকিৎসার কার্যকারিতা মূল্যায়ন করতেও সাহায্য করতে পারে। এটি রোগীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে চিকিৎসকদের আরও কার্যকরী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে, যার ফলে উন্নত চিকিৎসা ও সুস্থতার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

গবেষকরা ইতিমধ্যেই আরও ক্লিনিক্যাল ট্রায়ালের পরিকল্পনা করছেন, যাতে এই প্রযুক্তি আরও বিস্তৃতভাবে ব্যবহৃত হতে পারে। ভবিষ্যতে, PAC-MANN যদি বিশ্বব্যাপী সহজলভ্য হয়ে ওঠে, তবে এটি অগ্ন্যাশয়ের ক্যান্সার দ্রুত শনাক্ত করার মাধ্যমে মৃত্যুহার হ্রাস করতে বড় ভূমিকা রাখতে পারে।

সূত্র: ইউরেকা এলার্ট!