আজ শনিবার সন্ধ্যা ৭:৫৭, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধূমপান নারীদের মা হওয়ার ক্ষমতা কেড়ে নিতে পারে

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৬, ২০২৫ , ১২:৩৩ অপরাহ্ণ
ক্যাটাগরি : স্বাস্থ্য

ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্যই ক্ষতিকর, কিন্তু নারীদের ক্ষেত্রে এর প্রভাব আরো ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ধূমপান শুধু শ্বাসতন্ত্রের সমস্যাই সৃষ্টি করে না, এটি গর্ভধারণ ক্ষমতাকেও মারাত্মকভাবে প্রভাবিত করে। গবেষণা বলছে, ধূমপান নারীদের বন্ধ্যাত্বের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে।

ধূমপান নারীদের শরীরে নানা হরমোনজনিত পরিবর্তন ঘটাতে পারে। যার ফলে ডিম্বাশয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এতে করে গর্ভধারণের সম্ভাবনা কমে যায় এবং সন্তান ধারণের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে।

ডিম্বাণুর গুণগত মান কমে যায়: ধূমপান নারীদের ডিম্বাণুর গুণগত মানকে নষ্ট করে। এর ফলে গর্ভধারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়।

অগ্নাশয়ের ক্ষতি: দীর্ঘদিন ধূমপান করলে অগ্নাশয়ে (অণ্ডকোষ) রক্তের সঞ্চালন কমে যায়, যার ফলে ডিম্বাণু উৎপাদন কমে যায়।

অ্যালার্জি ও প্রেগন্যান্সির ঝুঁকি: ধূমপানের ফলে গর্ভধারণের সময় বিভিন্ন অ্যালার্জি এবং প্রেগন্যান্সি কমপ্লিকেশন বাড়ে।

সম্ভাব্য গর্ভপাত: ধূমপানের কারণে গর্ভধারণের পর গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়।

ধূমপান বন্ধ করার মাধ্যমে নারীরা নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারেন এবং গর্ভধারণের ক্ষমতা ফিরিয়ে আনতে সক্ষম হতে পারেন। এর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শরীরের অবস্থা পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।